' জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলের সদস্য, সরবরাহ করত অস্ত্র', আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের সঙ্গে আর কী কী ভাবে যোগ ছিল এই শামিম আনসারির?

Continues below advertisement
স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করত শামিম আনসারি! গোয়েন্দা সংস্থার জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! এনআইএ সূত্রে দাবি, ট্রান্সজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে তাকে। শামিমের পরিবারের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। আল কায়দা জঙ্গিযোগ সন্দেহে ধৃত শামিম আনসারিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য! এনআইএ সূত্রে খবর, স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করত শামিম।
বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করত সে। আলকায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার আল মামুন কামাল ও আবু সুফিয়ানের যোগাযোগ ছিল তার। গত ১৯ সেপ্টেম্বর, মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গি এবং রানিনগর থেকে ৬ সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। ধৃতদের সঙ্গে পাকিস্তানের আল কায়দা মডিউলের যোগ রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ওই জঙ্গিদের দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ছিল বলে এনআইএ সূত্রে দাবি। সেই তদন্তে নেমে এসটিএফের গোয়েন্দারা শুক্রবার সন্ধেয় বাড়ি সামনে থেকে তুলে নিয়ে যায় নওদাপাড়ার বছর ২৫-এর এক যুবক শামিম আনসারিকে। শনিবার এসটিএফ তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপরই এনআইএ তাকে গ্রেফতার করে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram