দশমীতে নয়, সপ্তমীতেই সিঁদুর খেলা হয়ে যায় এই বাড়িতে
Continues below advertisement
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গোপালমাঠের রায়বাড়ির পুজো কয়েকশো বছরের পুরোনো। সপ্তমীর সকালে পালকিতে কলাবৌ নিয়ে যাওয়া হয় স্থানীয় পুকুরে। সেখানেই হয় স্নান। কলাবৌ স্নান সেরে ফিরে এলে পানপাতা, প্রদীপ দিয়ে তাকে বরণ করে বাড়ির মেয়েরা। এরপর মন্দির চত্ত্বরেই হয় সিঁদুরখেলা। রায়বাড়িতে দশমীতে নয়, সিঁদুরখেলা হয় সপ্তমীতেই।
Continues below advertisement
Tags :
Gopalmath Raybari ABP Live Durgapuja 2020 Sharad Ananda 2020 Durgapur Abp Ananda Durga Puja 2020 Midnapore