Rajib Banerjee Resigns From Ministry: 'দক্ষ প্রশাসকরা চলে গেলে তা দলের পক্ষে ক্ষতিকর', রাজীবের পাশে দাঁড়িয়ে মন্তব্য বৈশালীর

Continues below advertisement
বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এ প্রসঙ্গে বৈশালী ডালমিয়া বলেন, "দক্ষ প্রশাসকরা এভাবে চলে গেলে সেটা দলের পক্ষে ক্ষতিকর। কিছু উইপোকা আছে যারা ক্রমশ মানুষকে তিতিবিরক্ত করছে।" রাজীবের ইস্তফা প্রসঙ্গে এভাবেই তাঁর পাশে দাঁড়ালেন বালির বিধায়ক। বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। রাজীবের ইস্তফা প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, 'ইস্তফার দেওয়াটা সম্পূর্ণ তাঁর ব্যাপার।' তাঁর দাবি, 'ডোমজুড় কেন্দ্রে অন্তত ১০ হাজার ভোটে তৃণমূল জিতবে।' কুণাল ঘোষ বলেন, 'ক্ষোভ মানেই যদি হয় দলত্যাগ। এটা বাংলার রাজনীতিতে গ্রহণযোগ্য নয়।' তাঁর আরও কটাক্ষ, 'মনে এক জিনিস আর ছুতো দেওয়া হচ্ছে অন্য জিনিসের।' এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, 'আমরা আশাই করেছিলাম। অনেককটা মন্ত্রীসভার বৈঠকে যাননি। ওঁর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। দিয়েছে ভালো হয়েছে, নিজেও তো কোনও কাজ করছিল না। ওঁর উচ্চাশার সঙ্গে দল তাল মেলাতে পারেনি।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram