ট্রিপল ভেসেল ডিজিজে আক্রান্ত Sourav Ganguly, কী এই রোগ? জানুন বিস্তারিত
Continues below advertisement
বাড়িতে জিমে ট্রেড মিল করার সময় শুরু হয় হাত ও পিঠে ব্যথা। তারপর আচমকাই ব্ল্যাক আউট হয়ে যায়। মাথা ঘুরে পড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কেন এমনটা হল? বিশেষ করে সৌরভের মতো প্রাক্তন ক্রিকেট অধিনায়কের? যিনি নিয়মিত শরীর চর্চা করেন। চিকিৎসকরা জানাচ্ছেন সৌরভ ট্রিপল ভেসেল ডিসিজে ভুগছেন। তিনটি ধমনিতে ব্লকেজ থাকলে তাকে ট্রিপল ব্লকেজ ডিজিজ বলে। চিকিৎসকরা জানিয়েছেন সৌরভের তিনটি ধমনি লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং, সারকমফ্লেক্স আর্টারি এবং রাইট করোনারি আটারিতে ব্লকেজ। এর মধ্যে রাইট করোনারি আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে।
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Bcci Abp Ananda Kolkata Sourav Ganguly