Sovan-Baishakhi's Road Show Controversy: গণতন্ত্র কারও একার নয়, তৃণমূলের লোকেরা অনুমতি নেয় নাকি?, শোভন-বৈশাখীর রোড-শোতে পুলিশের 'না' প্রসঙ্গে মন্তব্য Dilip Ghosh-র

Continues below advertisement
খিদিরপুর থেকে রাজ্য দফতর পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রোড-শো-র অনুমতি দিল না পুলিশ। তবে রোড শো-তে অনড় বিজেপি। গভীর রাত পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের পর সিদ্ধান্ত। আজ দুপুর তিনটেয় আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে, মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতর পর্যন্ত র‍্যালি করার কথা দলের কলকাতা জোনের নতুন পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়ের। সেই কর্মসূচিতেই অনড় থাকল তারা। এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, "কর্মসূচি যখন ঠিক হয়েছে, তা হবেই। পুলিশের অনুমতি চাইতে গেলে পুলিশ দেবে না। তাহলে অনুমতি নেওয়ার দরকার কি আছে? তৃণমূলের লোকেরা অনুমতি নেয় নাকি? যারা নিয়ম মানে তারা অনুমতি চায়। গণতন্ত্র কারও একার নয়।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram