করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ, ফিভার ক্লিনিক সহ হাসপাতালে থাকবে ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড

Continues below advertisement

করোনা সংক্রমণ মোকাবিলায় বিশেষ উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের। সিদ্ধান্ত হয়েছে, যে হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করতে হবে। দলে থাকবেন শিশুরোগ, মেডিসিন ,ফুসফুস, ইএনটি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মাইক্রোবায়োলজিস্ট। প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আলাদা ফিভার ক্লিনিক তৈরি হবে। করোনা আক্রান্তদের জন্য তৈরি করতে হবে পৃথক আইসোলেশন ওয়ার্ড। সম্ভব হলে আইসোলেশন সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করতে হবে। সাধারণ সিসিইউ-তে কোনওভাবেই করোনা সন্দেহে আক্রান্তদের ভর্তি করা যাবে না। নতুন তিনটি করো না পরীক্ষা কেন্দ্র চালু হতে চলেছে মেদিনীপুর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ছাড়াও দ্রুত মালদা এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি রোগীদের ভিড় সামাল দেওয়ার জন্য হাসপাতালে আলাদা বিল্ডিং বা ফাঁকা বিল্ডিংয়ে আইসোলেশন ওয়ার্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনে সমস্ত চিকিত্সক ও নার্সদের ছুটিও বাতিল করা হতে পারে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram