‘বুধবারের বদলে অন্যদিন লকডাউন করুক সরকার’, রাজ্যের কাছে আবেদন দিলীপ ঘোষের
Continues below advertisement
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সরকারের কাছে ৫ অগাস্ট লকডাউনের দিন নিয়ে পুনর্বিবেচনা করা হোক। আজই পরিবর্তিত দিন ঘোষণা করা হোক। রাজ্য সরকারকে আমার এই আবেদন। পাশাপাশি তিনি বলেন, “যাঁরা নিজের দলের বিভেদ সামলাতে পারছে না, তাঁরাই বিজেপির নামে অপপ্রচার চালাচ্ছে। বিজেপিতে কোনও বিভেদ বা ভুল বোঝাবুঝি নেই।"
Continues below advertisement
Tags :
ABP News Live Bengali Ram Mandir Bhumi Puja ABP Ananda LIVE Weekly Lockdown Corona Ayodhya Abp Ananda BJP TMC Dilip Ghosh