Subrata Mukherjee Press Meet: অখিল গিরি হাসপাতালে তাই মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম সভার সূচি বদল মাত্র, জল্পনা থামিয়ে বললেন সুব্রত মুখোপাধ্যায়

Continues below advertisement
অখিল গিরি অসুস্থ। তিনি মূল উদ্যোক্তা। তাই তাঁকে বাদ দিয়ে নন্দীগ্রামে তৃণমূলের সভা করা সম্ভব নয়, সেজন্য মুখ্যমন্ত্রীর কর্মসূচির দিনবদল হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানান, "এই মাসেই সভা হবে, তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি।" পাশাপাশি তিনি তৃণমূল সরকারের দুয়ারে সরকার প্রকল্পের সুনাম করেন। বলেন, "আমি অবাক হবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে এই প্রকল্পের মতো কোনও সরকার বা মুখ্যমন্ত্রী এধরনের প্রকল্প চালু করেন।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram