Subrata Mukherjee Press Meet: আমরা পরিসংখ্যানে তঞ্চকতা করি না, সড়ক নির্মাণের সাফল্যের দাবি পঞ্চায়েতমন্ত্রীর

Continues below advertisement
আজ সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (State Panchayat Minister   Subrata Mukherjee) রাজ্যে রাস্তা নির্মাণের পরিসংখ্যান দেন। তিনি বলেন, "২০১৮-১৯-এ নতুন ৫ হাজার ১১১ কিমি দৈর্ঘ্যের নতুন রাস্তা তৈরি হয়েছে, যা এখনও পর্যন্ত দেশে সেরা। PWD ২ হাজার ২০০ কিমি রাস্তা তৈরি করেছে বাংলায়।" তিনি বলেন, "আমরা পরিসংখ্যান নিয়ে কোনও তঞ্চকতা করি না। আগের অনেক সরকার রাস্তা নিয়ে অনেক তঞ্চকতা করেছে।" এই অর্থবর্ষে ১৮টি সেতু তৈরি হয়েছে বলেও জানান তিনি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram