ভাটপাড়ায় রিলায়েন্স জুটমিল বন্ধ, কর্মহীন ৩,৫০০ শ্রমিক, শিবপুর শ্যুটআউট কাণ্ডের কিনারা
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় রিলায়েন্স জুটমিলে সাসপেন্সন অফ ওয়ার্কের নোটিস ঝোলাল কর্তৃপক্ষ। এর জেরে বিপাকে পড়লেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক। সূত্রের খবর, মালিক পক্ষের অভিযোগ ছিল উৎপাদন কম হচ্ছে। এই নিয়ে গতকাল মালিক পক্ষের সঙ্গে সবকটি শ্রমিক সংগঠনের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠক ভেস্তে যায়। আজ সকালে ঝোলানো হয় সাসপেন্সন অফ ওয়ার্কের নোটিস। এর প্রতিবাদে জুটমিলের সামনের রাস্তা বেশ কিছুক্ষণ অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। অন্যদিকে শিবপুর শ্যুটআউট কাণ্ডের কিনারা করল পুলিশ। গত ১৬ নভেম্বর শিবপুরের রামকৃষ্ণপুরে মহম্মদ আবদুল্লা নামে এক যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। CCTV ফুটেজে ধরা পড়ে সেই ছবি। ওই ঘটনায় মূল অভিযুক্ত শেখ সাদ্দাম-সহ তিনজনকে বিহার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
Continues below advertisement
Tags :
Shibpur Shootout Bhatpara Jute Mill Live News Bangla Khabar Bangla News Khobor Bangla Bengali News Bengali News Live Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News North 24 Parganas Abp Ananda