Suvendu Adhikari in Haldia: 'পদের লোভ নেই', দাবি শুভেন্দুর, 'তাহলে বছর বছর ৭-৮টা পদ দখল করেছিলেন কেন?', পাল্টা অখিল গিরি

Continues below advertisement

গণতন্ত্র ইস্যুতে হলদিয়ার সভা থেকে নাম না করে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। কেন for the party, by the party, of the party থাকবে বলে তুললেন প্রশ্ন। পাশাপাশি তিনি বলেন, 'নন্দীগ্রাম আন্দোলন কোনও দল বা ব্যক্তির ছিল না, আন্দোলন ছিল মানুষের, জয় হয়েছে মানুষেরই। এই প্রসঙ্গে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, 'এটা আমরাও বারবার বলেছি। বরং উনিই দাবি করেন যে উনিই নাকি নেতৃত্ব দিয়েছিলেন।" পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, তিনি কোনও পদের লোভ করেন না। এ নিয়ে অখিল গিরির খোঁচা, "উনি অনেকদিন পর মন্ত্রিত্ব ছেড়েছেন তবে এখনও অনেক পদে আছেন। পদের লোভ নেই তো বছর বছর ৭-৮টা পদ নিয়ে রেখেছিলেন কেন? এখন যে যে পদে আছেন, সেগুলো ছাড়ুন।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram