Suvendu Adhikari in Haldia: ‘নন্দীগ্রাম আন্দোলন কোনও দলের বা ব্যক্তির ছিল না, মানুষের ছিল, মানুষ জয়ী হয়েছে', বাংলায় গণতন্ত্র ফেরানোর দাবি করে মন্তব্য শুভেন্দুর

Continues below advertisement

আজ হলদিয়ায় অরাজনৈতিক সভা করেন শুভেন্দু অধিকারী। হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে স্বাধীনতা সংগ্রামী ও হলদিয়া বন্দরের জনক সতীশ চন্দ্র সামন্তের ১২১তম জন্ম জয়ন্তী পালন কর্মসূচীতে যোগ দেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী। এই অরাজনৈতিক সভা থেকে শুভেন্দু নাম না করে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, 'নন্দীগ্রাম আন্দোলন কোনও দল বা ব্যক্তির ছিল না, আন্দোলন ছিল মানুষের, জয় হয়েছে মানুষেরই। সতীশ সামন্তকে কখনও বহিরাগত ভাবা হয়নি, তৎকালীন প্রধানমন্ত্রী বহিরাগত ভাবতেন না।" পাশাপাশি নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক বলেন, "আমরা ভালো কাজের জন্য লড়ব, বেকার যুবকের কর্মসংস্থান করব। গণতান্ত্রিক মতই আমাদের পথ।" নাম না করে তৃণমূলকে আক্রমণের সুরে তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে কেন for the party, by the party, of the party হবে?, সংবিধানে উল্লিখিত গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram