Suvendu Adhikari Resigns: শুভেন্দুর ইস্তফা গ্রহণ মুখ্যমন্ত্রীর, দলীয় বৈঠকে TMC-কে পথে নামতে নির্দেশ সুপ্রিমোর
Continues below advertisement
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ Suvendu Adhikari-র আর তারপরেই আজ জরুরি বৈঠকে বসে TMC। দলের সুপ্রিমো তথা Chief Minister মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই বৈঠকে। সেই বৈঠক প্রসঙ্গে জানা গিয়েছে, Suvendu-র পদত্যাগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অবিলম্বে দলকে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন Mamata Banerjee। ৭ ডিসেম্বর পথে নামতে পারেন TMC নেত্রী। এদিকে, সরকারের তরফে পৃথক বৈঠকে শুভেন্দুর ইস্তফা গ্রহণ করে পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। শুভেন্দুর ইস্তফার ফলে ফাঁকা হওয়া দফতরগুলো এখন সামলাবেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে।
Continues below advertisement
Tags :
Suvednu Resigns Supremo Suvendu Adhiakri ABP Live Chief Minister Abp Ananda TMC Mamata Banerjee