Suvendu Adhikari Resigns: 'উনি যতক্ষণ দলে রয়েছেন, ততক্ষণ তৃণমূলের লাভ', মন্তব্য অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement
Sougata Roy-এর সঙ্গে দু'বার বৈঠক হয়ছিল Suvendu Adhikari-র। কিন্তু তারপরেও গলল না বরফ। কোনও কারণ না দেখিয়ে আজ  মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন Suvendu Adhikari। তবে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলেও বিধায়ক পদ তিনি ছাড়ছেন না। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদত্যাগের কথা জানান Suvendu Adhikari। রাজ্যপালকেও মেইল করে জানিয়েছেন তিনি। এই পদত্যাগ প্রসঙ্গে অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। এখনও দল থেকে পদত্যাগ করেননি। তিনি অন্য কোনও দলে যাবেন, না নিজে কোনও মঞ্চ তৈরি করবেন। সে সব কিছু ঘোষণা করেননি। তিনি যতক্ষণ TMC-তে রয়েছেন, ততক্ষণ সেই দলের লাভ। কিন্তু তৃণমূল ছেড়ে অন্য কোনও দলে গেলে বা নিজের দল গঠন করলে TMC-র ক্ষতি হবে।' তবে এটা নিয়ে এত রহস্য রাখার কিছু আছে বলে মনে হয়না।এর আগে বামফ্রন্টের আমলে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন অশোক মিত্র। এমনটাও জানিয়েছেন অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। এদিকে, শুভেন্দু অধিকারীর পদত্যাগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খোঁচা, 'এটা তৃণমূলের শেষের শুরু।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram