Suvendu Adhikari Resigns: 'Singur গণ-আন্দোলন আমাদের ভুল হয়েছিল', শুভেন্দু প্রসঙ্গে মন্তব্য মুকুল রায়ের

Continues below advertisement
Sougata Roy-এর সঙ্গে দুবার বৈঠক হয়ছিল Suvendu Adhikari-র। কিন্তু তারপরেও গলল না বরফ। কোনও কারণ না দেখিয়ে আজ  মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন Suvendu Adhikari। তবে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলেও বিধায়ক পদ তিনি ছাড়ছেন না। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদত্যাগের কথা জানান Suvendu Adhikari। রাজ্যপালকেও মেইল করে জানিয়েছেন তিনি। এই ঘটনাক্রম প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় বলেছেন,'শুভেন্দুর পদত্যাগকে আমি স্বাগত জানাই। ও গণ-আন্দোলনের ফসল। আগামীদিনে যদি ও আমাদের সঙ্গে আসে, ওকে স্বাগত জানাব।' তাঁর দাবি, 'এটা BJP-র পক্ষে ভালো, প্রতিবাদী আন্দোলনের পক্ষে ভালো।' এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা Mukul Ray-র আরও স্বীকারোক্তি, 'সিঙ্গুর গণ-আন্দোলন আমাদের ভুল হয়েছিল। Singur-এ ওভাবে টাটাদের কারখানা করতে না দিয়ে ফেরত চলে যাওয়ার ফলে বাংলায় কিন্তু নতুন করে আর কোনও কল-কারখানা হয়নি।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram