ফটাফট: 'মানুষ চটঘেরা জায়গায় আঙুল টিপলে আপনাদের অবস্থাও অনিল বসু, বিনয় কোঙারদের মতো হবে', TMC কে আক্রমণ Suvendu র
বিধানসভার আগে মার্চের শেষেই হতে পারে কলকাতার পুরভোট। কমিশনকে জানাল সরকার। ১৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ। সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে জানাচ্ছে কমিশন। 'কমিশন যখন চাইবে, তখনই ভোট,' পুরনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ফিরহাদের। সব পুরসভাতেই ভোটের দাবি দিলীপের (Dilip Ghosh)। ভয় পেয়ে এতদিন ভোট পিছনোর চেষ্টা করেছে তৃণমূল (TMC)। কটাক্ষ সুজনের (Sujan Chakraborty)। আজ রাজ্যে উপনির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচন কমিশনে বিজেপি (BJP)। নাড্ডার কনভয়ে হামলাকে হাতিয়ার করে এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি। ভয় দেখাচ্ছে, পাল্টা সৌগত (Saugata Roy)। শুক্রবারই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু (Suvendu Adhikari)। বৃহস্পতিবার যাচ্ছেন দিল্লি, শনিবার ফিরবেন অমিত শাহের সঙ্গে। যেতে পারেন মেদিনীপুরের সভায়। নাম না করে বিক্ষুব্ধ নেতাদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। হলদিয়ার অরাজনৈতিক সভা থেকে নাম না করে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর। যারা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের মানুষ বোতাম টিপে জবাব দেবেন, হুঁশিয়ারি শুভেন্দুর। পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করবে তৃণমূলই, দাবি মমতার। শুভেন্দুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন কৈলাসের। পুরমন্ত্রীকে বিস্ফোরক চিঠির পর জিতেন্দ্রকে ফোন অভিষেক, অরূপের। ১৮ তারিখ কথা বলার জন্য সময় দিয়েছেন মমতা, জানালেন জিতেন্দ্র। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ২৮৯, মৃত্যু ৪৫ জনের। আগামী শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে, স্বাভাবিকের নিচেও চলে আসতে পারে। প্রজাতন্ত্র দিবসে অতিথি বরিস জনসন। নয়াদিল্লির আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি।