Suvendu's meeting at Contai: আমাকে বিশ্বাসঘাতক বলা হয়েছে, মেদিনীপুরের মানুষ ভোটের বক্সে বদলা নেবেন না? প্রশ্ন Suvendu Adhikari-র

Continues below advertisement
কাঁথিতে সভা করলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, 'হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিট রাজ্য চালাবে আর আমরা কর্মচারী? জেলার লোকদের কোনও মূল্য নেই ওদের কাছে। তৃণমূল কাঁথিতে যে সভা করেছিল সেটা কোনও সভা ছিল না। প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন শুভেন্দু (Suvendu Adhikari) বিশ্বাসঘাতকতা করবে না। তৃণমূলের এক সাংসদ আমায় বিশ্বাসঘাতক বলছেন। মেদিনীপুরের মানুষ ভোটের বক্সে বদলা নেবেন না? তৃণমূল এখন দেড়জনের কোম্পানি হয়ে গেছে। নীচুস্তরের লোকজনকে গুরুত্ব দিয়ে জিততে পারবেন না। আজ কাঁথিতে দাদা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে বিজেপিতে (BJP) যোগদান করলেন ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। সৌমেন্দুর সঙ্গে আরও ১৪জন বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। কাঁথি পুরসভার মোট ওয়ার্ড রয়েছে ২১টি। তৃণমূলের ১৫ বিদায়ী কাউন্সিলরের বিজেপিতে যোগদান করলেন। আজ সকালে সোনাচূড়ার সভা থেকেও তৃণমূলকে একহাত নেন শুভেন্দু।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram