ফের রেফারের জেরে করোনা আক্রান্তের মৃত্যু! 'করোনা রোগীর দেহ নিয়ে যেতে বলা হল বাড়িতে'
Continues below advertisement
ফের রেফারের জেরে করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ। বেড না থাকায় হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্সেই কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু রোগীর। পাঁশকুড়ার বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় তমলুক জেলা হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সিএমওএইচ। গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের।
Continues below advertisement