আসেননি Amit Shah, ঠাকুরনগরে মুকুল-কৈলাসকে ঘিরে বিক্ষোভ মতুয়াদের একাংশের

Continues below advertisement
সফর বাতিল অমিত শাহের (Amit Shah)। বাতিল ঠাকুরনগরের (Thakurnagar)সভাও। ফিরে যাচ্ছেন শান্তনু ঠাকুরের অনুগামীরা। আজই শান্তনু ঠাকুরের বাড়ি যাচ্ছেন মুকুল রায় (Mukul Roy), কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। "কিছু বলার নেই, তাই এলেন না", দাবি মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur)। 'আমাদের নাগরিকত্বের সমস্যার কোনও সমাধান হল না, আমরা আশাহত', জানালেন শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) এক অনুগামী। মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় যখন শান্তনু ঠাকুরের বাড়ি যান তখন তাঁদের ঘিরে মতুয়াদের একাংশ বিক্ষোভ দেখান।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram