মুগ-মুসুরের বদলে শুধুই ছোলা, অড়হর ডাল পাঠানোর সিদ্ধান্ত, অভিযোগ খাদ্যমন্ত্রীর, আগে কেন কিছু জানায়নি? পাল্টা দিলীপ
Continues below advertisement
রেশন–দুর্নীতি নিয়ে জারি রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল ট্যুইটে লেখেন, ‘পশ্চিমবঙ্গ ইতিমধ্যে ১০ হাজার ৮০০ মেট্রিক টন ডাল পেয়ে গেছে’, যদিও রাজ্যপালের এই মন্তব্য ঠিক নয় বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, রাজ্যপালের এই পরিসংখ্যান ঠিক নয়। না জেনেই প্রতিদিন সকালবেলা ট্যুইট করছেন রাজ্যপাল। রেশন নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব বিরোধীরাও। বাম নেতা সুজন চক্রবর্তীর দাবি, রাজ্য নিজে দিতে পারছে না, সে ব্যাপারে কিছু নেই। কেন্দ্রকে দুষতেই ব্যস্ত রাজ্য। অন্যদিকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, এই রাজ্যের মানুষ যে ডাল খায় সেই ডাল পাঠানো উচিত কেন্দ্রীয় সরকারের।
Continues below advertisement
Tags :
Ration Distribution State Government Governor Abp Ananda Central Government CPI(M) West Bengal BJP Congress