নেই পর্যটকদের ভিড়, মা শিলার সঙ্গে খুনসুটিতে মেতেছে Bengal Safarir-র তিন খুদে সদস্য

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে শিলা-বিভানের এখন ভরা সংসার। মায়ের কোলে খুনসুটিতে মেতেছে খুদের দল। পর্যটকের ভিড় না থাকায় ছুটির মেজাজে ওরাও।
কখনও কোলে কখনও পিঠে। তিন মাসের তিন শাবক বেড়ে উঠছে মায়ের স্নেহের পরশে। এখন পার্কে মোট বাঘের সংখ্যা সাত। শিলার আগের দুই সন্তান ইকা, রিকার বয়স এখন দুই বছর। তাদের জন্য তৈরি হয়েছে পার্ক। কাঠের দোলনা চাপা থেকে গাছে ওঠা, সবই এখন করছে তারা।
গত ১২ অগাস্ট তিন সন্তান হয়েছে শিলা-বিভানের। লকডাউনে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গত ২ অক্টোবর করোনা বিধি মেনে খোলে Bengal Safari। কিন্তু এখনও সেভাবে জমেনি পর্যটকদের ভিড়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola