তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের ইলামবাজার, বোমা-গুলি, বাড়ি ভাঙচুর, লুঠপাটের অভিযোগ
Continues below advertisement
বুথ কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের ইলামবাজারের বিলাতি গ্রাম। বোমা-গুলি, বাড়ি ভাঙচুর, লুঠপাটের অভিযোগ। বিলাতি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বুথ কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার অশান্তির সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের বুথ কমিটির সভাপতি মানো শেখ ও দলের কোর কমিটির সদস্য নাজির শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে।সেইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গতকাল গ্রামে ফের উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। বোমাবাজি হয়। বাড়ি ভাঙচুর, লুঠপাট, গুলিও চলে বলে অভিযোগ। সংঘর্ষে আহত হন দুই স্থানীয় নেতা সহ উভয়পক্ষের ৫ জন। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে যায় ইলামবাজার থানার পুলিশ। গ্রামে চলছে পুলিশের টহল। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতির দাবি, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা।
Continues below advertisement