‘ভাড়া করা সংস্থা দিয়ে ভোট করাচ্ছে দল’, এবার দলের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের আরেক বিধায়ক

Continues below advertisement

আগামী বছর বিধানসভা ভোটে আর দাঁড়াবেন না। দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে দিয়ে সিদ্ধান্তের কথা জানালেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।  তাঁর এই সিদ্ধান্তকে আমল দিতে নারাজ তৃণমূল। স্বাগত জানিয়েছে বিজেপি। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর পর এবার দলের বিরুদ্ধে বিদ্রোহের সুর ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তর। রবিবার ব্যারাকপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আর ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তৃণমূল বিধায়ক শীলভদ্র। তাঁর অভিযোগ, বাংলায় জাতপাতের রাজনীতি আমদানি করার চেষ্টা চলছে, যা এখানকার সংস্কৃতির বিরোধী। সেইসঙ্গেই তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নাম না করে তিনি অভিযোগ করেন, ভাড়া করা সংস্থা দিয়ে ভোট করাচ্ছে দল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram