BJP vs TMC: শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল পার্টি অফিস ভাঙচুর, পাল্টা বাইক-মিছিল শাসক দলের, দোকান ভাঙচুর

Continues below advertisement
শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মধ্যেই উত্তপ্ত নন্দীগ্রাম। গোকুলনগরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ। পাল্টা বাইক-মিছিল তৃণমূলের, দোকান ভাঙচুর। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল-বিজেপির।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত বিজেপি। বাড়ি-বাইক ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেও জেলায় তৃণমূলের সাংঠগনিক দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ দলীয় নেতার।
কাঁথি মানেই অধিকারী পরিবারের গড়। আর সেই পরিবারের মেজো ছেলে শুভেন্দুর রাজনৈতিক পদক্ষেপ ঘিরেই যখন জোর টানাপোড়েন, জল্পনা, ধোঁয়াশা, নাটকীয় মোড়, ঠিক তখনই বিজেপির অভিযোগ, নিজেদের দাপট দেখাতে মঙ্গলবার রাতে কাঁথির ভাজা চাউলি ও অর্জুনপুর এলাকায় দলীয় কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিলেও, এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এসেছে জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অনুগামী বলে পরিচিত জেলা তৃণমূল নেতা কণিষ্ক পণ্ডা। তাঁর বক্তব্য, ‘জেলায় তৃণমূল অভিভাবকহীন, তাই বিজেপির মাথাচাড়া।’জেলা রাজনীতিতে অধিকারী পরিবারের বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত অখিল গিরি অবশ্য অভিযোগ অস্বীকার করে সরাসরি বিজেপিকেই দায়ী করেছেন। তাঁর দাবি, ‘বিজেপির গোষ্ঠীকোন্দল। তৃণমূলের উপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা।’
গত রবিবার ব্রাত্য বসুর সভা ছিল কাঁথি দু'নম্বর ব্লকের ধবাবেরিয়া এলাকায়। অভিযোগ, সেই সভায় ডাকই পাননি এলাকার বিধায়ক, ব্লক সভাপতি। আর ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন কাঁথি ২নম্বর ব্লকের সভাপতি উত্তম বারিক। তাঁর বক্তব্য, ‘দলের তরফে আমি নতুন ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছি। দলের তরফে ব্রাত্য বসুর সভা নিয়ে কিছু জানানো হয়নি। এই ব্যপারে শিশির অধিকারীকে সমস্ত বিষয় জানিয়েছি। তাঁর নির্দেশ মতো আমি দ্রুত এলাকার অঞ্চল নতুন কমিটি গঠন করব। কেন ডাকা হয়নি সদুত্তর পাইনি।’
সভার আয়োজক ছিলেন কাঁথি দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা। তাঁর দাবি, বিধায়ককে ডাকলে পাওয়া যায় না।
উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতির পাল্টা দাবি, ‘আমি জনগণের সঙ্গে আছি? বা জনগণ আমাকে কাজে পায় কিনা, তার জবাব জনগণ দেবেন। ওঁর ডাকা না ডাকা দুই সমান। আমি ওই ব্যক্তির সম্পর্কে কিছু বলতে চাই না।’
স্থানীয় সূত্রে খবর, বনশ্রী মাইতি ও উত্তম বারিক, শুভেন্দু অধিকারি ঘনিষ্ঠ বলে পরিচিত।  সবমিলিয়ে বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে কোন্দল নিয়ে অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে।
অন্যদিকে, কাঁথির ভাজা চাওলি ও অর্জুননগরে বিজেপি কর্মীদের বাড়ি-বাইক ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, দুয়ারে সরকার প্রকল্পের প্রচারের আগে নিজেদের দাপট দেখাতে গতকাল রাতে একাধিক দলীয় কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মী, সমর্থকরা। বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, দুয়ারে সরকার কর্মসূচিকে পণ্ড করতেই নিজেরা ভাঙচুর চালিয়ে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram