Mamata Govt Report Card: শিক্ষা খাতে বরাদ্দ থেকে কারখানার সংখ্যা, মমতার আমলে সবই ঊর্ধ্বমুখী, বলছে প্রকাশিত রিপোর্ট কার্ড
Continues below advertisement
রণক্ষেত্র ডায়মন্ড হারবার। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর। তারই মধ্যে ২০২১-র বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কাজের খতিয়ান অর্থাৎ কাজের রিপোর্টকার্ড পেশ করলেন TMC-র মন্ত্রীরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ২০১০ পর্যন্ত রাজ্য কী অবস্থায় ছিল আর ২০২০-তে কোন জায়গায় পৌঁছেছে, সেটাই তুলে ধরা হয়েছে এই রিপোর্ট কার্ডে। শুক্রবার থেকেই বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। প্রথম দফায় ২৭ হাজার ৫০০টি বাড়িতে রিপোর্ট কার্ড পৌঁছে দেবেন তৃণমূলের সদস্যরা। এর জন্য মোট ৯৫০টি টিম কাজ করবে।
Continues below advertisement
Tags :
TMC Work Report TMC’s Report Card Abp Ananda WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Congress WB Election 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections