Baishali dalmiya Exclusive: দলের মধ্যে উইপোকা বলতে কাদের বলতে চেয়েছেন? হঠাৎ কেন ভোটের মুখে সরব?

Continues below advertisement
হাওড়ার উত্তরের তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla) যেদিন মন্ত্রীত্ব-সহ তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন, সেদিনই দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন হাওড়ার বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে একই দিনে তৃণমূলে যোগ দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্ল ও জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। পাঁচ বছর পর আরেক বিধানসভা ভোটের আগে লক্ষ্মীরতন যেদিন তৃণমূলের সব পদ ছাড়লেন, সেদিন দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বৈশালীও। তাঁর কথায়, "যারা দলকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসে তাদের যদি দল থেকে সরিয়ে দেওয়া হত আজকে দলের মধ্যে এই দ্বন্দ্ব দেখতে হত না"। "দলের মধ্যেও কিছু মানুষ আছে, যারা অকারণে বিধায়কদের ছোট করতে চান। যারা উইপোকার মতো দলে থেকে দলের ক্ষতি করছেন, তারা বেইমান নয়?", ক্ষোভ উগরে দেন বৈশালী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram