TMC vs CPM: ডালখোলায় CPM কর্মীকে গুলি করে 'খুন', কাঠগড়ায় তৃণমূল

ডালখোলায় সিপিএম (CPM) কর্মীকে গুলি করে খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের জনসভায় বিজেপিকে আক্রমণ কুণাল ঘোষের। তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আমায় মানহানির মামলায় নোটিস পাঠিয়েছিল। মামলা লড়তে দেরি হওয়ায় জরিমানা দিতে হয়েছিল। আমার বন্দিদশার সুযোগ নিয়ে পরিবারকে শেষ করেছিল। সুদীপ্ত সেনের বয়ান নিয়ে সেই মামলা লড়ব।' শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেন, 'কোথা থেকে হারবে ঠিক করে নাও শুভেন্দু অধিকারী। এমনভাবে রসগোল্লা খাওয়াবেন, যেন বোঝা যায় কোথাকার।' এই বিষয়ে রাজ্য বিজেপির (BJP) সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) বলেন, 'চোরের মায়ের বড় গলা। সেটা নতুন করে প্রমাণ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola