TMC's meeting at Kanthi: 'আগামী নির্বাচনে তিন অঙ্ক ছোঁবে না বিজেপি', দাবি সৌগত রায়ের

Continues below advertisement
শুভেন্দু অধিকারি বিজপিতে যোগদানের পর পূর্ব মেদিনীপুরে শক্তি প্রদর্শনে কাঁথিতে জনসভা করে তৃণমূল। এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, 'দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক আন্দোলন নরেন্দ্র মোদি সরকারের পতনের কারণ হবে। যেভাবে নন্দীগ্রাম বানফ্রন্ত সরকারের পতনের কারণ হয়েছিল।' তাঁর দাবি, 'কাঁথি কোনও পরিবারের জমিদারি না। কে তৃণমূল ছেড়ে গেল, তাতে দলের কিছু আসে যায় না।' তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তিন অঙ্ক ছোঁবে না। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি। তাই দুশো আসনের স্বপ্ন ছেড়ে দিন অমিত শাহ।  এই জনসভার আগে একটি পদযাত্রা করে রাজ্যের শাসক দল। সেই পদযাত্রায় সৌগত রায় ছাড়া উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম ও তৃণমূল বিধায়ক অখিল গিরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই। দাবি করেছেন সৌগত রায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram