TMC's Press Meet amid Amit Shah's Visit: 'আয়ুষ্মান ভারতের থেকে দু'বছর এগিয়ে রয়েছে স্বাস্থ্যসাথী, ১.৪ কোটি পরিবার উপকৃত', অমিত শাহকে বিঁধে মন্তব্য সুব্রতর
Continues below advertisement
অমিত শাহের বঙ্গ সফরের দ্বিতীয় দিনে সাংবাদিক বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধতে গিয়ে বলেন, 'আয়ুষ্মান ভারতের দু'বছর আগে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয়েছিল। স্বাস্থ্যসাথীর অধীনে ১.৪ কোটি পরিবার লাভবান। তাঁরা বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পেয়েছিল। বাড়ির মেয়েদের নামে কার্ড ও অন্য পরিষেবা এই প্রকল্পের মাধ্যমে পৌঁছেছে। তাই আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আলাদা করে প্রশ্ন ওঠে না।' এদিন তিনি বলেন, 'অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য খাদ্যশস্য পাঠিয়েছিল। কিন্তু তৃণমূলের কর্মীরা সেটা পকেটস্থ করেছে। এটা প্রমাণ করতে হবে। বাস্তবে বাংলার খাদ্যসাথী কর্মসূচির আওতায় ২০২১ সালের জুন মাস পর্যন্ত প্রায় ১০ কোটি মানুষ যাতে বিনামূল্যে রেশন যাতে পায় তার ব্যবস্থা করা হয়েছে। যা গোটা দেশে রেকর্ড।'
Continues below advertisement
Tags :
Rabindranath Subrata Mukherjee Protest WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Congress WB Election 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections