West Bengal Election 2021: 'বিজেপি ৫০টির বেশি আসন পাবে না, তৃণমূল পাবে ২০০-র বেশি আসন', দাবি কল্যাণের
Continues below advertisement
অমিত শাহের বঙ্গ সফরের প্রথম দিনে মেদিনীপুরের সভায় জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ অন্যরা। সে দিনেই তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এদিন তিনি জিডিপি প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন। মোদি দরকারের প্রতি তার প্রশ্ন, 'কী প্রতিশ্রুতি আপনারা রেখেছেন? বলেছিলেন বছরে দু'কোটি চাকরি দেবেন। দিয়েছেন? ৭ বছরে ১৪ কোটি হয়, লিস্টটা টাঙাবো? ব্যাঙ্ক লুঠ করে যারা পালিয়ে গেল, দেশে ফেরত আনতে পেরেছেন? কত বড় অপদার্থতা।' টিকা নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি বললেন, 'ভ্যাক্সিন কবে আসবে, আমি বলতে পারবো না। কত দাম হবে বলতে পারবো না। এই হচ্ছে নরেন্দ্র মোদি।' বিজেপি সবচেয়ে বেশি করাপ্টেদ পার্টি। এভাবেই সুর চড়িয়েছেন তিনি। তার দাবি, 'বিজেপি আগামী বিধানসভা ভোটে ৫০ পার করবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ২০০-এর বেশি আসন পাবে।' শুভেন্দুর নাম না করে তাঁর মন্তব্য, 'তৃণমূল যদি পচে যায়, তাহলে ছিলেন কেন? তার মানে আপনিও পচে গেছেন? সব ভোগ করে নিয়ে যেতে হবে। পদের লোভ যদি না থাকতো ভাই, আপনি কেন ২০১৪ সালে সংসদে জিতে, ২০১৬ সালে বিধানসভায় ফিরলেন মন্ত্রী হওয়ার জন্য।' তিনি বলেন, 'হলদিয়া, কন্টাই, তমলুকের ঠিকাদারদের রাজা কে? আমরা সবাই জানি।' এভাবেই এদিন নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement
Tags :
Press Meet Kalyan Banerjee Bcci WB Polls 2021 With ABP Ananda WB Election 2021 WB Elections 2021 TMC WB Elections Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda BJP WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Amit Shah Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee