ফটাফট: ধেয়ে আসছে আমপান, কাল ভিডিও কনফারেন্সে সনিয়া-মমতা-স্তালিন বৈঠক, লকডাউন নিয়ে আলোচনা
Continues below advertisement
সুপার সাইক্লোন আমপান ক্রমেই এগিয়ে আসছে। আমপানের এখন অবস্থান দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে। আর ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ৪৮০ কিলোমিটার। নবান্ন সূত্রে খবর, আগামীকাল বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে সাগরে আছড়ে পড়তে পারে আমপান। সুপার সাইক্লোন এগোচ্ছে উত্তর ও উত্তর পূর্ব দিকে। আলিপুর আবহাওয়া দফতরের হিসেব, আগামীকাল ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।
Continues below advertisement
Tags :
Sonai Gandhi Lockdown 4.0 Lockdown Meeting Amphan Updates Super Cyclone Amphan Cyclone Amphan Abp Ananda Mamata Banerjee