ফটাফট : 'ক্ষমতার অলিন্দে হার্মাদ', খোঁচা রাজ্যপালের, 'বাচাল-সস্তা রাজ্যপাল', পাল্টা সৌগত

Continues below advertisement
১)  বাংলাকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বলে আক্রমণে রাজ্যপাল। 

২)  রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ডিজিকে নিশানা রাজ্যপালের। ঔদ্ধত্য, অর্কমণ্য বলে কটাক্ষ। পুলিশ-রাজ চলার অভিযোগ। সংবিধানের রীতি ভাঙছেন রাজ্যপালই, পাল্টা সৌগত।

৩) রাজ্যে বাড়ছে বৈদ্যুতিন নজরদারি, সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রণংদেহী রাজ্যপাল। একই সুরে অভিযোগ বাম-কংগ্রেসেরও। প্রমাণ থাকলে, দিন, চ্যালেঞ্জ তৃণমূলের।


৪). বিরোধী দলনেতারও প্রশ্নের জবাব দেন না মুখ্যমন্ত্রী, সুর চড়িয়ে আক্রমণে রাজ্যপাল। 

৫)  বীরভূমে ৪ বাংলাদেশি-সহ গ্রেফতার ৬। প্রচুর আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার। একাধিক নেতাকে খুনের সুপারি দিয়ে সীমান্ত পেরিয়ে আনা হয়েছিল শান্তিনিকেতনে, দাবি পুলিশের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram