সোদপুরে চিকিৎসক দম্পতির সিমকার্ড ক্লোন করে ২১ লক্ষ টাকার প্রতারণা, ওড়িশা থেকে গ্রেফতার ২
Continues below advertisement
সোদপুরের চিকিৎসক দম্পতির সিমকার্ড ক্লোন করে প্রায় ২১ লক্ষ টাকা ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। উদ্ধার খোয়া যাওয়া টাকা। চেক জালিয়াতি করে লোপাট করা হয় টাকা, দাবি পুলিশের। ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালের চিকিত্সক অপর্ণা হাজরার অভিযোগ, ২৮ সেপ্টেম্বর, তাঁর মোবাইলে সিম কার্ড ব্লক হওয়ার মেসেজ আসে। এর সপ্তাহখানেকের মধ্যে তাঁর চিকিত্সক স্বামী শ্যামল হাজরার কাছেও একই মেসেজ আসে। পরে দেখা যায়, দম্পতির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে প্রায় ২১ লক্ষ টাকা। ওড়িশার সম্বলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে চেকের মাধ্যমে ওই টাকা তোলা হয় বলে অভিযোগ ওঠে। ৮ অক্টোবর খড়দা থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে ওড়িশা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
Continues below advertisement