শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দির, পুজো দিতে হবে গর্ভগৃহের বাইরে থেকে
Continues below advertisement
পুণ্যর্থীদের জন্য শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দির। সকাল সাতটা থেকে সকাল দশটা এবং দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত পুজো দেওয়া যাবে। তবে পুজো দিতে হবে গর্ভগৃহের বাইরে থেকে। পুজোর ডালায় কোনও ফুল দেওয়া যাবে না। একসঙ্গে ১০ জনের বেশি ভিতরেও ঢোকা যাবে না। দেওয়া হবে না চরণামৃত।
Continues below advertisement