গলসিতে সিদ্দিকুল্লাদের অবরোধে আটকে গেল করোনা ভ্যাকসিনের গাড়ি! 'বহুমূল্য ভ্যাকসিন নষ্ট হলে দায় কার?' প্রশ্ন কৈলাসের
Continues below advertisement
কৃষি আইন বাতিলের দাবিতে এবার পথে নামল জমিয়তে উলেমা হিন্দ। এদিন পূর্ব বর্ধমানের গলসিতে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামীরা। রাজ্যের মন্ত্রী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সকাল ১১ টা থেকেই দফায় দফায় অবরোধ চলতে থাকে। আজই কলকাতা থেকে ভ্যাকসিন পৌঁছায় বর্ধমানে। বর্ধমানে সিএমওএইচ অফিসে ভ্যাকসিন নামানোর পর সেই গাড়ি যখন দুর্গাপুর হয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে যাচ্ছিল সেই সময় অবরোধের কারণে হওয়া যানজটে গলসির গলিগ্রামের কাছে আটকে পরে ভ্যাকসিনের গাড়ি। সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে গলসি থানার পুলিশ ভ্যাকসিনের গাড়িকে যানজট থেকে বের করে বেশ কিছুটা ঘুরপথে ফের জাতীয় সড়কে নিয়ে আসে। সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury) জানিয়েছেন, ভ্যাকসিনের গাড়ি আসার ব্যাপারটি তাকে আগে থেকে জানানো হয়নি। অন্যদিকে সিদ্দিকুল্লা চৌধুরীকে নিশানা করে ট্যুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তিনি লেখেন, বহুমূল্য ভ্যাকসিন নষ্ট হয়ে গেলে তার দায় কে নিত?
Continues below advertisement
Tags :
Siddiqullah Chowdhury Galsi Jamiat Ulema-e-Hind ABP Ananda LIVE Durgapur Burdwan Abp Ananda Vaccine