কেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ? উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ এসএফআই-এর

Continues below advertisement
পৌষ মেলার মাঠে ভাঙচুরের কারণে কেন বিশ্বভারতী  বিশ্ববিদ্যালয় বন্ধ?    উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ এসএফআই-এর| তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়ারা| শিক্ষার সঙ্গে সম্পর্কহীন বিষয়ের কারণে কেন বিশ্ববিদ্যালয় বন্ধ করা হল, সেই প্রশ্ন তুলেছে এসএফআই।  পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে শান্তিনিকেতনে উত্তেজনা| বিশ্বভারতী কর্তৃপক্ষ যখন মাঠে পাঁচিল দেওয়ার প্রস্তুতি নেয় তখনই পৌষ মেলার মাঠে বাঁচাও কমিটি ব্যানারে প্রচুর মানুষ রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করে| ভাঙা হয় অস্থায়ী অফিস, নির্মাণ সরঞ্জাম| নিরাপত্তার কারণে বিশ্বভারতী কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram