শান্তিনিকতেনে পাঁচিল-বিতর্ক: তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিশ্বভারতী কর্তৃপক্ষের
Continues below advertisement
মধ্যরাতে বিশ্বভারতী কর্তৃপক্ষ তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশের পক্ষে মামলা শুরু করার কথা জানানো হয়েছে। পৌষ মেলার মাঠে গতকালের পর পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী, ভাঙা যন্ত্রপাতি। সকাল থেকে সেইসমস্ত জিনিস সরিয়ে নিচ্ছেন ঠিকাদার সংস্থার কর্মীরা।। অধিকাংশ সামগ্রীই লুঠ হয়েছে বলে অভিযোগ। এমনকি মিক্সিং যন্ত্র অকেজো করে দেওয়ার অভিযোগ করছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। গতকালের ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছেন বলে দাবি। অন্যদিকে, গতকাল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে অবস্থানে বসে এসএফআই। তবে রাতে অবস্থান তুলে নেওয়া হয়।
Continues below advertisement
Tags :
Poush Mela Math Banchao Committee Visva Bharati University ABP Ananda LIVE Abp Ananda Shantiniketan