West Bengal Election: '১০ দফায় ভোট হোক রাজ্যে', কমিশনে আর্জি বিজেপির

Continues below advertisement
দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপির প্রতিনিধি দল। বঙ্গের ভোট প্রক্রিয়া আয়োজন নিয়ে ৩ দফা দাবি পেশ বিজেপির। অভিযোগ আছে এমন কারও নাম থাকবে না ভোট প্রক্রিয়ায়, কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আদর্শ আচরণবিধি চালুর পর রাজ্যে আসুক বাহিনী। আর যত বেশি দফায় ভোট করানো হোক। এই দাবিতে কমিশনে দরবার করেন দিলীপ ঘোষ (Dilip ghosh)। লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), অর্জুন সিংহ (Arjun Singh) এবং স্বপন দাশগুপ্ত। তাহলে তো উত্তর প্রদেশে ৩০ দফায় ভোট করাতে হয়, কলকাতায় পাল্টা খোঁচা ব্রাত্যর (Bratya Basu)।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram