গরু পাচারকাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের, তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের, পাল্টা কুণাল ঘোষ
Continues below advertisement
গরু পাচারকাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের। রাসবিহারী ও আলিপুরে ওই ব্যবসায়ীর ২টি বাড়িতে আজ হানা দেন সিবিআইয়ের গোয়েন্দারা। বিনয় মিশ্রর বাড়িতে সিবিআইয়ের ৭ ঘণ্টা তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, গরু পাচারের বেআইনি কারবারের টাকা বিনয় মিশ্রর মাধ্যমে প্রভাবশালীদের কাছে পৌঁছত। একাধিক সাক্ষীর বয়ানে ওই ব্যবসায়ীর নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি। তবে আজ তল্লাশি অভিযানের সময় বিনয়কে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। ওই ব্যবসায়ীর রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের বেশ কয়েকজন সাধারণ সম্পাদকের মধ্যে বিনয় একজন। তাঁর বিরুদ্ধে আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে ওই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিনয় মিশ্রর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূলের অনেক নেতাই বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত। গরুপাচার থেকে কয়লা পাচার, সবেতেই যুক্ত তৃণমূল।’
পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘বাংলার রাজনীতির আসল ইস্যুগুলি নিয়ে বিজেপি লড়ছে না। কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, নোট চাই, ভোট চাই। এই ভোট আর নোট জোগাড় করতে বিজেপি যা যা করার করছে।’
অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে আজ হুগলির কোন্নগরের ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের। অমিত সিং ও নবীন সিংয়ের বাড়িতে হানা দিয়েছেন সিবিআইয়ের অফিসাররা। ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
এ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূলের অনেক নেতাই বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত। গরুপাচার থেকে কয়লা পাচার, সবেতেই যুক্ত তৃণমূল।’
পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘বাংলার রাজনীতির আসল ইস্যুগুলি নিয়ে বিজেপি লড়ছে না। কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, নোট চাই, ভোট চাই। এই ভোট আর নোট জোগাড় করতে বিজেপি যা যা করার করছে।’
অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে আজ হুগলির কোন্নগরের ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের। অমিত সিং ও নবীন সিংয়ের বাড়িতে হানা দিয়েছেন সিবিআইয়ের অফিসাররা। ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
Continues below advertisement