WB Assembly Election 2021 LIVE Updates: '১৬ ফেব্রুয়ারি ভাইপোর বাড়িতেও পদ্ম ফোটাব', তমলুকে অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর

Continues below advertisement
তমলুকের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, 'গতকাল তোলাবাজ ভাইপো বলেছে, শুভেন্দু ঘুষখোর, মধুখোর। কিন্তু ও তো ছোট বয়স থেকে হাত পাকিয়েছে কীভাবে চিটিংবাজি করা যায়'। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দুর আরও সংযোজন, 'বলেছে আমাকে তোয়ালে মুড়িয়ে কী নিতে দেখা গেছে, তাহলে সুব্রত, কাকলি, ফিরহাদ, সৌগতদের কী হবে?' পাশাপাশি বিজেপিতে যোগদানের আগে-পরে কর্মীদের উপর অত্যাচার শুরু হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো, হামলা, মারধর, ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন অভিষেককে আক্রমণ করে শুভেন্দু আরও বলেন, নেতাজির জন্মস্থান নিয়েও ভুল তথ্য দিয়েছেন ভাইপো। বাংলায় নয় নেতাজি কটকে জন্মেছিলেন। নেতাজি পুরুষোত্তম রামের উপাসক ছিলেন। বাংলায় প্রকৃত রামরাজ্য নরেন্দ্র মোদির নেতৃত্বে গড়ে উঠবে। আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ১৬ ফেব্রুয়ারি ভাইপো আপনার বাড়িতেও পদ্ম ফোটাব। এই ভাষাতেও অভিষেককে হুঁশিয়ারি দেন শুভেন্দু।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram