WB Election 2021 LIVE: একুশে সবংয়ে পদ্মফুল ফোটাব, হুঙ্কার Suvendu Adhikari-র

Continues below advertisement
সবংয়ের সভায় বক্তব্য রাখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেন, ‘ছোট আঙারিয়ার ঘটনার পর এনডিএ-র টিম না এলে সিবিআই তদন্ত হত না। মমতার অনশন ভাঙিয়েছিলেন রাজনাথ। আর আমাকে বলছে গডসের পার্টিতে যোগদান করেছি। বিজেপি প্রার্থী প্রত্যাহার না করলে প্রসূন বন্দ্যোপাধ্যায় ২৩০০০ ভোটে জিততে পারতেন না। নৌকায় জল ঢুকতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। আমফান দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি খেয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্যের নামে চালানোর চেষ্টা। প্রতারক সরকারকে উৎখাত করতে হবে। একুশে সবংয়ে পদ্মফুল ফোটাবে শুভেন্দু। ২০২১ সালে সোনার বাংলা গড়বে বিজেপি। বাংলায় ও কেন্দ্রে একই সরকার গড়তে হবে। কোন অসুখে কোন ওষুধ দিতে হয় জানি।’
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram