WB Polls with ABP Ananda: ১ জানুয়ারি থেকে শুরু বিজেপির ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচি, ৫০টি দল গঠন

Continues below advertisement
ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এ নিয়ে গেরুয়া শিবিরের কী পরিকল্পনা রয়েছে, তা সাধারণ মানুষকে জানাতে, এবার ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচি নিচ্ছে বিজেপি। পয়লা জানুয়ারি থেকে শুরু হবে এই কর্মসূচি। এর জন্য ৫০টি দল গঠন করা হয়েছে। প্রত্যেকটি দলে ২-৩ জন সদস্য রয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে তাঁরাই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে আলোচনাচক্রে যোগ দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থানের মতো মোট ১০টি ক্ষেত্রে বিজেপির কী পরিকল্পনা রয়েছে, তা তুলে ধরা হবে আলোচনাচক্রে। সাধারণ মানুষের যদি কোনও পরামর্শ থাকে, সেটাও শুনবেন বিজেপি কর্মীরা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram