'সিঙ্গুরে মমতার কথায় টাটাদের তাড়িয়ে ভুল করেছি, ফল ভুগছে বাংলার যুব সম্প্রদায়', দাবি Mukul Roy-এর

Continues below advertisement
আজ নন্দীগ্রামের সভায় বক্তব্য রাখেন বিজেপি (BJP) নেতা মুকুল রায় (Mukul Roy)। সেখানে তিনি বলেন, 'যে যতই চিৎকার করুক না কেন, নন্দীগ্রাম আন্দোলনটিকে যাঁরা বুকের মধ্যে আগলে রেখে লড়াই করেছিলেন সেই লড়াইয়ে অন্যতম সেনাপতির নাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রাম আন্দোলনে আমার একটি ন্যূনতম অবদান ছিল। আমিও নন্দীগ্রাম আন্দোলনের বহু মানুষকে চিনি। শুভেন্দু ছিল বলেই আজও লোকে নেতাইকে মনে রেখেছে। অনেকেই জানে না এখানে যখন আন্দোলন হচ্ছে তার কয়েক মাস আগেই আন্দোলন হয়েছে সিঙ্গুরে। সিঙ্গুরে আন্দোলনে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গ দিয়ে আমারা বাংলার যুব সম্প্রদায়ের সঙ্গে অন্যায় করেছি। টাটাকে তাড়িয়ে দেওয়ার ফলে নতুন কোনও কলকারখানা বাংলায় হয়নি। আমরা জিততে পারলে শিল্পোদ্যোগের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করব টাটাকে আবার সিঙ্গুরে ফেরানোর জন্য।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram