Weather News: কলকাতায় এখনই হাড় কাঁপানো শীত নয়, পূর্বাভাস আলিপুরের
Continues below advertisement
উত্তরে হাওয়া ঢোকার পথে বাধ সাধছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)। আর তার জেরে রাজ্যে শীত ঢোকায় দেরি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহেও একইরকম থাকবে পরিস্থিতি। রাতে ও ভোরে শীতের ভাব থাকলেও বেলা বাড়লে উধাও হবে সেই আমেজ।
Kolkata-য় পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পারদ ১৭-১৮-র ঘরে ঘোরাফেরা করবে।
তবে উত্তরবঙ্গে ও সিকিমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবার মার্কিন মুলুকে বছরের প্রথম তুষারপাত। রাস্তাঘাট ঢেকেছে বরফে।
Continues below advertisement
Tags :
Weather News Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Winter Alipore Meteorological Department Abp Ananda