সাপ্তাহিক লকডাউন: ফের দিনবদল নিয়ে কটাক্ষ বিরোধীদের, ‘মানুষের ভাবাবেগের কথা ভেবে সিদ্ধান্ত’, পাল্টা রাজ্য
রাজ্যে ফের সাপ্তাহিক লকডাউনের দিন বদল। লকডাউন হবে আগামী ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ এবং ৩১ অগাস্ট। নতুন তালিকা অনুযায়ী ১৬, ১৭, ২৩ ও ২৪ অগাস্ট সম্পূর্ণ লকডাউন হচ্ছে না। লকডাউনের দিন বদল নিয়ে কটাক্ষ বিরোধীদের। মানুষের ভাবাবেগ ও অনুরোধের কথা ভেবে সিদ্ধান্ত। পাল্টা রাজ্য সরকার।
Tags :
Weekly Lockdown In Bengal ABP News Live Bengali Complete Lockdown Corona Crisis WB Government ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda Nabanna Covid-19