রাজ্যে সাপ্তাহিক লকডাউনের ফের দিনবদল, দৈনিক করোনা সংক্রমণের নিরিখে আমেরিকাকে টপকে শীর্ষে ভারত – দেখুন ‘শিরোনাম’
Continues below advertisement
ফের সাপ্তাহিক লকডাউনের দিনবদল। ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ অগাস্ট সম্পূর্ণ লকডাউন, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য। লকডাউন প্রহসনে পরিণত হয়েছে, আক্রমণ বিরোধীদের। ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন প্রত্যাহার করুক রাজ্য, হুঙ্কার দিলীপ ঘোষের। ঘরে বসেই পুজো করা যায়, বাইরে বেরোতে হবে কেন, পাল্টা তৃণমূল। করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। আক্রান্ত তাঁর কন্যাও। প্রাক্তন অর্থমন্ত্রীর ছেলের শরীরেও করোনা সংক্রমণ। দেশে দৈনিক করোনা সংক্রমণে আমেরিকাকেও টপকে গেল ভারত। সুশান্ত-মৃত্যু কাণ্ডে আজ রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে তলব ইডি-র।
Continues below advertisement
Tags :
ABP News Live Bengali Headlines ABP Ananda LIVE Weekly Lockdown Corona In Bengal Lockdown In Bengal Corona Abp Ananda Sushant Singh Rajput Death Dilip Ghosh