West Bengal Assembly election 2020: 'দলে কে থাকল, না থাকল কিছু এসে যায় না', দলের অবস্থান প্রসঙ্গে বললেন পার্থ

বহিরাগত প্রসঙ্গ নিয়ে সরব রাজ্য-রাজনীতি। আক্রমণ-পাল্টা আক্রমণ চলছেই। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'বাংলায় দিলীপ ঘোষের কী ভূমিকা রয়েছে? জেলা বা রাজ্য সভাপতিকে গুরুত্ব না দিয়ে কাউকে তাদের মাথার ওপর বসিয়ে দেওয়া হবে কি না, সেটা তো একটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। বহিরাগতের ব্যাপার নয়, আসলে নেতা-নেত্রীদের অভাব বলেই এমনটা হচ্ছে।'
বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডার একজন বহিরাগত বলে বিজেপির দেওয়া খোঁচার বদলে পার্থ-র বক্তব্য, 'গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসডার তো অমিতাভ বচ্চন।'
তৃণমূল কংগ্রেসের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বনধের ব্যাপারে আমাদের নির্দিষ্ট অবস্থান আছে। বনধ, ধর্মঘট আমরা বিরোধী। রত্না চট্টোপাধ্যায় দলের সঙ্গেই আছেন। দলে কে থাকল, না থাকল কিছু এসে যায় না। কার কত রাজনৈতিক দৌড় জানা আছে। দিল্লি থেকে নেতা এনে এখানে কাজ হবে না। উন্নয়নকে সামনে রেখেই ভোটের লড়াই হবে বাংলায়।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola