West Bengal Assembly Election 2021: 'ভাইপোর' পর 'খোকাবাবু', 'এরকম গুণ্ডামি আরও দেখবেন'...আবারও আক্রমণ দিলীপের
Continues below advertisement
'ভাইপো'র পর এবার 'খোকাবাবু'! নাম না করেই এবার খোঁচা দিলীপ ঘোষের। সোমবার দমদমের হনুমান মন্দিরে পুজো দিতে গিয়ে দিলীপ নাম না করেই বলেন, 'ওঁর ভাইপো বলায় আপত্তি? তবে খোকাবাবু বলব।'
রবিবার সাতগাছিয়ার সভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,‘ভাইপো বলে বারবার আমাকে ডাকা হয়েছে। যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক।'
তার ঠিক পরদিনই বিজেপির রাজ্য সভাপতির এই উক্তি। তিনি আরও বলেন, 'ওঁকে খোকাবাবু বলব না তো কী! কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই বসে আছেন!'
রবিবার সাতগাছিয়ার সভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,‘ভাইপো বলে বারবার আমাকে ডাকা হয়েছে। যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক।'
তার ঠিক পরদিনই বিজেপির রাজ্য সভাপতির এই উক্তি। তিনি আরও বলেন, 'ওঁকে খোকাবাবু বলব না তো কী! কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই বসে আছেন!'
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Abp Ananda TMC BJP Dilip Ghosh Abhishek Banerjee