West Bengal Assembly Election 2021: মদন নাম করে তো বলেননি কিছু, দল চাইলে ব্যবস্থা নেবে, মন্তব্য সৌগতর
Continues below advertisement
শুভেন্দুর দলবদলের জল্পনায় ইতি? গোপন বৈঠকের পর তেমনই দাবি সৌগত রায়ের। সূত্রের খবর, সৌগত রায়ের ফোন থেকেই তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলেন শুভেন্দু। তবে এরমধ্যেই ক্যাপসুল লিফট, চপারের প্রসঙ্গ তুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মদন মিত্র। দুঁদে রাজনীতিবিদের কথার ভাঁজে ভাষার প্যাঁচ! তিনি কারোর নাম বলছেন না! কিন্তু, যাঁর উদ্দেশে বলছেন, তিনি হয়ত বুঝতে পারছেন! দল চাইলে ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া সৌগত রায়ের। কার নিশানায় কে? কে কোন দিকে যাওয়ার মঞ্চ তৈরি করছে? ভোটের মুখে এটাই বড় প্রশ্ন।
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari ResignationWest Bengal Assembly Election 2021 ABP Ananda Top News Kalyan Bandyopadhyay Madan Mitra Abp Ananda Suvendu Adhikari Resignation State Transport Minister TMC BJP West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election Suvendu Adhikari Dilip Ghosh