West Bengal Assembly Election 2021: আজ দাঁতনে সভা শুভেন্দুর, শহর ছেয়েছে ফ্লেক্স-ব্যানারে

Continues below advertisement
বিজেপিতে (BJP) যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারী ও তৃণমূলের বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতে দল বদলের পর রবিবার দাঁতনে প্রথম সভা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগে গোটা শহরজুড়ে ছেয়ে গিয়েছে তার ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানার। একই সঙ্গে উধাও হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার-ব্যানার। আর এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। গতকাল রাজ্য সরকারকে আক্রমণ শাণিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'আমি বিগত দিনে যে রাজনৈতিক দল করে এসেছি সেই রাজনৈতিক দলটা এখন কোম্পানিতে পরিণত হয়েছে। এই পার্টিটা আমি ২১ বছর ধরে করেছি। সত্যি লজ্জা হয়েছে।' পাল্টা তাঁকে কটাক্ষ করেছে তৃণমূল নেতা (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy)। তিনি বলেন, 'শুভেন্দু ২১ বছর দলে থাকার পর, দলের দুধ, ঘি, সর সব খাওয়ার পর এখন বলছেন দলটা কোম্পানি হয়ে গেছে। কে ওর কথা বিশ্বাস করবে?'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram